State

রাজ্য সরকারি আধিকারিকদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা নয় : মমতা

Published by
News Desk

গুজরাটে যখন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ সামনে আনছেন, ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের সিদ্ধান্তকে একটা বড় কেলেঙ্কারি বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর আরও দাবি, নোট বাতিলের পিছনে কোটি কোটি টাকার লেনদেন জড়িয়ে আছে। তামিলনাড়ুতে মুখ্যসচিব রামমোহন রাওয়ের বাড়িতে আয়কর দফতরের হানার উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে রাজ্যও আইনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

 

Share
Published by
News Desk