Kolkata

পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

প্রতি বছরের মত এ বছরও পার্ক স্ট্রিটে শুরু হল বড়দিনের উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই পার্ক স্ট্রিটে বড়দিনের দিন দশেক আগে থেকে শুরু হয় উৎসব। সন্ধে নামলে অ্যালেন পার্কে প্রতিদিনই চলে নানা অনুষ্ঠান। আলোর সাজে সেজে ওঠে কলকাতার এই তথাকথিত সাহেব পাড়া। পার্ক স্ট্রিট মানেই নামী দামী রেস্তোরাঁর ভিড়। এখানে তো বড়দিন উপলক্ষে ভিড় লেগেই থাকে। সেইসঙ্গে অ্যালেন পার্ক সংলগ্ন অস্থায়ী বেশ কিছু দোকানে ভিড় লেগে যায় মানুষের। বড়দিন বা তার আগের দিন পার্ক স্ট্রিটে আলো বহুকাল ধরেই চলে আসছে। কিন্তু তার ১০দিন আগে থেকেই পার্ক স্ট্রিট পাড়া আলোয় মুড়ে ফেলা শুরু মুখ্যমন্ত্রীর হাত ধরেই। যা থাকে নতুন বছর শুরুর পরেও। শুক্রবার অ্যালেন পার্কে এবারের বড়দিনের উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁর কাছে সব ধর্ম সমান। সব ধর্মীয় অনুষ্ঠানেই তিনি সামিল হওয়া পছন্দ করেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে ধর্মীয় সম্প্রীতি বাংলার আদি সংস্কৃতি বলেও মনে করিয়ে দেন তিনি।‌

 

Share
Published by
News Desk

Recent Posts