Kolkata

এই রায় কেন্দ্রের বিরুদ্ধে গণবিদ্রোহের রায়, বললেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

উপনির্বাচনে তৃণমূলের এই বিপুল জয়কে কেন্দ্রের বিরুদ্ধে গণবিদ্রোহের রায় বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে তিনি বলেন, কেন্দ্র হিটলারি কায়দায় দেশ চালাচ্ছে। প্রধানমন্ত্রী ভয় দেখাচ্ছেন। নির্বাচনে তাদের উত্তর দিয়েছে আমজনতা। কেন্দ্রের বিরুদ্ধে রায় দিয়েছেন তাঁরা। এই রায় নোট বাতিলের বিরুদ্ধে রায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বুধবার থেকেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করছে তৃণমূল। সে দিল্লিতেই হোক বা রাজ্যে। দিল্লিতে ১৩ দলের প্রতিবাদ কর্মসূচিতে তিনি বুধবার যোগ দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

কলকাতাতেও বুধবার নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। উপস্থিত থাকবেন তৃণমূল জনপ্রতিনিধি থেকে কর্মী-সমর্থক সকলেই। পা মেলাবেন সাধারণ মানুষও। পরদিন থেকে জেলা স্তরেও পথে নেমে প্রতিবাদ শুরু করবে তৃণমূল। অন্যদিকে দিল্লিতে সংসদের মধ্যে ও বাইরে, সর্বত্রই তৃণমূল নিজেদের মত করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। আগামী ২৯ নভেম্বর লখনউতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পরে বিহারে ডিসেম্বরের ১ বা ২ তারিখ সভা। পরের সভা পঞ্জাবে।

Share
Published by
News Desk

Recent Posts