Kolkata

ফের কেন্দ্রকে ৭২ ঘণ্টার সময়সীমা মনে করালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

নোট বাতিলের জেরে শহরের মানুষের দুর্ভোগে পাশে দাঁড়াতে শনিবার ফের রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিশাল লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন। কথা বলেন রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গেও। সাধারণ মানুষের দুর্দশার কথা তাঁদের জানান। কেন ৫০০ টাকার নোট নেই তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ দাবি, ইচ্ছে করে রাজ্যকে ৫০০ টাকার নোট দেওয়া হচ্ছে না। রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের তরফে চেষ্টার প্রতিশ্রুতি মিললেও তাতে বিশেষ আমল দেননি তিনি। বরং এসব কথার কোনও মানেই হয়না বলে জানান তাঁদের।

যদিও টাকা না এলে রিজার্ভ ব্যাঙ্কের এসব আধিকারিকদের কিছু করার নেই বলেও আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বড়বাজারে হাজির হন তিনি। সেখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। শোনেন নোট বাতিলের জেরে তাঁদের দুর্ভোগের কথা। যান ক্যানিং স্ট্রিটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে। পরে মুখ্যমন্ত্রী এদিন ফের তাঁর ৭২ ঘণ্টার সময়সীমার কথা কেন্দ্রকে মনে করিয়ে দিয়ে বলেন, কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্ত তিনি কোনওমতেই মেনে নেবেন না। মোদী সরকারকে জনবিরোধী লুঠেরা বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts