Kolkata

নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন মমতা

Published by
News Desk

কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ে খামতি দিচ্ছেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ যতই টিপ্পনী কাটুন না কেন, তিনি যে লড়াই চালিয়ে যাবেন তা প্রতিদিনই পরিস্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এতদিন মৌখিক সমালোচনা চালিয়ে গেলেও এবার তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি যাচ্ছেন। এজন্য সোম ও মঙ্গলবারের বাঁকুড়া সফর বাতিল করেছেন তিনি। যাচ্ছেন দিল্লি। সেখানে আগামী ১৬ বা ১৭ তারিখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সূত্রের খবর, নোট বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলতে অন্যান্য দলগুলির সঙ্গেও কথা বলতে শুরু করেছেন।

 

Share
Published by
News Desk

Recent Posts