Categories: Kolkata

বিজয়ার শেষে লগ্নিতে মিষ্টিমুখ রাজ্যের

Published by
News Desk

ফের শালবনিতেই ফিরল জিন্দল গোষ্ঠী। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জিন্দল গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জন জিন্দলের বৈঠক হয়। পরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৩ হাজার ৪০০ কোটি টাকা লগ্নির আশ্বাস দিয়েছেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার। যারমধ্যে শালবনির সিমেন্ট কারখানার সম্প্রসারণে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবেন তাঁরা। এছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে ২০০ কোটি টাকা, পেন্ট প্ল্যান্ট গড়তে ১৫০০ কোটি টাকা ও স্টিলের ডাউনস্ট্রিম প্রোজেক্টে ১ হাজার কোটি টাকা লগ্নি করবে জিন্দল গোষ্ঠী। এছাড়া সজ্জন জিন্দলকে পাশে বসিয়ে এদিন জিন্দল গোষ্ঠীর আরও একটি পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

শালবনি প্রকল্পের সময় জমির মালিকের কাছ ২৯৪ একর থেকে জমি অধিগ্রহণ করেছিল জিন্দল গোষ্ঠী। কিন্তু পরে প্রকল্প বিশ বাঁও জলে চলে গেলে জমিদাতারা তাঁদের জমি ফেরত চান। জিন্দলরাও তা তাদের ফিরিয়ে দিতে আগ্রহী হয়। কিন্তু পরে মত বদলে জমিদাতারা জানান, তাঁদের জমি চাই না, বিকল্প কর্ম সংস্থান চাই। এবার তাঁদের সেই দাবির কথা মাথায় রেখেই জিন্দল গোষ্ঠী ওই জমিতে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজ শেখানোর কাজ করবে। তৈরি করা হবে জমিদাতাদের নিয়ে একটি কো-অপারেটিভ। জমিদাতাদের শেখানো হবে আধুনিক কৃষিকাজের বিভিন্ন দিক। এরপর এই ফার্মে চাষাবাদ করে উৎপাদিত পণ্য বিক্রি করা হবে বাজারে। আর এই বিক্রির লভ্যাংশ পাবেন জমিদাতারাই। এছাড়া জিন্দলদের বিভিন্ন প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। এখানে স্থানীয়রাই কাজ পাওয়ায় অগ্রাধিকার পাবেন। তাঁদের শিখিয়ে পড়িয়ে নেওয়ার কাজও জিন্দল গোষ্ঠীই করবে বলে জানান মুখ্যমন্ত্রী। — মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – এআইটিসি অফিসিয়াল

Share
Published by
News Desk

Recent Posts