সোমবারের বিকেলে বালিগঞ্জ ফাঁড়ি থেকে ভবানীপুর পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা, বন্দর, বেহালা, হাওড়ার পর এদিন দক্ষিণ কলকাতায় মমতার নির্বাচনী প্রচার মিছিলে পা মেলান তৃণমূলের তাবড় নেতানেত্রী। ছিলেন দক্ষিণ কলকাতার সব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সহ ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, সুব্রত মুখোপাধ্যায়ের মত দলের প্রথমসারির নেতারা। অন্য দিনের মত এদিনের মিছিলও জনসমুদ্রের চেহারা নেয়। অবশ্যই মিছিলের মধ্যমণি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল যত এগিয়েছে মিছিলে ততই মানুষের ঢল নেমেছে। অশুতোষ কলেজ থেকেও বহু ছাত্রছাত্রী মিছিলে যোগ দেন। মিছিলে হাঁটতে হাঁটতেই স্থানীয় মানুষজনের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূল নেত্রী।