Categories: Kolkata

টাটার সঙ্গে মউ, ভলভো চাইল জমি

Published by
News Desk

স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরির জন্য এবার টাটাদের সঙ্গে মউ সাক্ষর করল রাজ্য সরকার। যুবক-যুবতীদের বিভিন্ন কাজে পারদর্শী করে তুলে তাঁদের রুটিরুজির পথ খুলে দেওয়াই এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের লক্ষ্য। মেদিনীপুরে একটি সেন্টার গড়ে তোলার লক্ষ্যেই এদিনের মউ সাক্ষর। মউ সাক্ষরকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের সাফল্যের পর টাটাদের সঙ্গে এমন একটি মউকে অন্য বার্তার আগমনী বলে ব্যাখ্যা করছেন অনেকে। এদিকে এদিন কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও একটি সুখবর শুনিয়েছেন। শিল্পে অগ্রগতি নিয়ে উদ্যোগী রাজ্য সরকারে কাছে ২৫ একর জমি চেয়েছে ভলভো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে সংস্থাকে পানাগড়ের ল্যান্ড ব্যাঙ্ক থেকে জমি দেওয়া স্থির করেছে রাজ্য সরকার। মূলত অটো ইন্ডাস্ট্রির জন্য ভলভো এই জমি চেয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts