Categories: Kolkata

কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে ফের একবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করছে কেন্দ্র। রাজ্যকে সর্বত্র বঞ্চিত করতে চাইছে। মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান না মানারও অভিযোগ তুলেছেন তিনি। রাজ্যে হওয়া কেন্দ্রীয় প্রকল্পের ৪০ শতাংশ আর্থিক ব্যয়ভার রাজ্যকে বহন করতে হবে বলে সম্প্রতি জানিয়েছে কেন্দ্র। এর বিরুদ্ধেও এদিন সরব হন মমতা। একে রাজ্যের হাতে টাকা নেই। তার ওপর কেন্দ্রীয় প্রকল্পে টাকা দিতে হলে সে টাকা কোথা থেকে আসবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার চেয়ে এই টাকা রাজ্যের উন্নয়নমূলক কোনও প্রকল্পে দেওয়া ভাল বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। রাজ্য টাকা দেবে আর কেন্দ্র নাম কিনবে এটা হতে পারেনা বলেও জানিয়েছেন তিনি। মোদী সরকার দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বলে তোপ দেগে মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দাম্ভিক। কিন্তু ৫ বছরের রাজত্বকালে কিসের এত দম্ভ তা জানতে চান মমতা। প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ করে কেন্দ্র দেশকে বেচে দিচ্ছে বলেও অভিযোগ করেন বিস্ফোরক মুখ্যমন্ত্রী। এদিন আগাগোড়াই কেন্দ্রের সমালোচনায় মুখর মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে ইডি, সিবিআইয়ের মত সংস্থাগুলিকে কাজে লাগিয়ে কেন্দ্র রাজ্যগুলিকে ভয় দেখানোর চেষ্টা করছে, তা মেনে নেওয়া যায় না। এজেন্সির চাপে ৭০ হাজার শিল্পপতি দেশ থেকে চলে গেছেন বলেও দাবি করেন তিনি। রাজ্যকে বঞ্চিত করার যে প্রবণতা কেন্দ্রের মধ্যে প্রকট তা অবিলম্বে বন্ধ না হলে তিনি এবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবেন বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts