Categories: State

রোগ ছড়াচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হচ্ছে। আর সেই জল ডিভিসি ছেড়ে দিয়ে ভাসাচ্ছে পশ্চিমবঙ্গ। এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার ড্রেজিং করতে বললেও ডিভিসি কথা শুনছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিন দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেন, বর্ষাকালে বিভিন্ন ধরণের সংক্রমণ বাড়ে। রোগের প্রাদুর্ভাব হয়। কিন্তু সেজন্য আতঙ্কিত না হয়ে, বরং সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে ডেঙ্গির সংক্রমণকে সামনে রেখেই সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়াও এদিন জেলার শ্মশান ও কবরগুলির সংস্কারের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এদিনও মুখ্যমন্ত্রীর তোপের হাত থেকে রেহাই পায়নি কেন্দ্র। অভিযোগের সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ১০০ দিনের কাজের ১৭০০ কোটি টাকা এখনও রাজ্য পায়। কিন্তু সেই টাকা দেওয়ার নাম করছে না কেন্দ্র।

Share
Published by
News Desk

Recent Posts