দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
দুর্গাপুজোয় পুজো কমিটিগুলি পুজোয় চাঁদা, বিজ্ঞাপন, দান বাবদ যে অর্থ সংগ্রহ করে তার সঙ্গে এখন প্রতিবছর যুক্ত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে অনুদান। যা গতবছর ছিল ৮৫ হাজার টাকা। এবার তা আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসন্ন দুর্গাপুজোয় পুজো কমিটিগুলি এবার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান পাবে বলে জানিয়ে দিয়েছেন মমতা। গতবছরের তুলনায় আরও ২৫ হাজার টাকা করে বাড়ল এই অনুদানের অঙ্ক।
গতবছরই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এই অনুদান তিনি ১ লক্ষ টাকা করে দেবেন সামনের বছরে। তিনি তাঁর কথা রাখলেন। সেই সঙ্গে আরও বাড়তি ১০ হাজার অনুদান যুক্ত করে দিলেন তিনি।
এখানেই শেষ নয়। পুজো কমিটিগুলির বিদ্যুতের খরচ বিশাল অঙ্কের হয়ে থাকে। আলোকসজ্জায় তাদের মোটা অঙ্কের বিদ্যুৎ বিল হয়। সেই বিদ্যুৎ বিলের অঙ্কেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসসি ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার আসন্ন পুজো নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন অন্য প্রশাসনিক আধিকারিকরাও। অনুদান বৃদ্ধি ও বিদ্যুৎ বিলে মোটা অঙ্কের ছাড় স্বাভাবিকভাবেই পুজো কমিটিগুলির মুখে হাসি ফুটিয়েছে।
প্রায় ৪৩ হাজার পুজো এই সুবিধা পেতে চলেছে। এদিন দুর্গাপুজো কমিটিগুলির কাছে একটি আবেদনও রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্য রাজ্যে অত্যাচারের মুখে পড়ে যেসব পরিযায়ী শ্রমিক এ রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছেন তাঁদের পাশে যেন পুজো কমিটিগুলি দাঁড়ানোর চেষ্টা করে।