Kolkata

বদলে যাচ্ছে বিখ্যাত স্টার থিয়েটারের নাম, নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে। পুরনো স্টার থিয়েটার পুড়ে যাওয়ার পর এখন তা নব কলেবরে বিরাজমান। সেই বিখ্যাত স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে নতুন বছর থেকে।

Published by
News Desk

উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের থিয়েটার পাড়া বহু পরিচিত। তার ইতিহাসও নেহাত ছোটখাটো নয়। কলকাতার থিয়েটার চর্চার প্রাণকেন্দ্র ছিল কাছাকাছি হাঁটা দূরত্বে থাকা বিখ্যাত সব থিয়েটার হল।

রঙ্গনা, বিশ্বরূপা, বিজন থিয়েটার, সারকারিনা, রংমহল বা মিনার্ভার সঙ্গে ছিল স্টার থিয়েটার। যা কলকাতার থিয়েটার ইতিহাসের ধারক। মাঝে পুড়ে যাওয়ার পর স্টার থিয়েটারকে নব কলেবরে সাজিয়ে তোলা হয়।

এখন সেটি অন্যতম প্রেক্ষাগৃহ। সেই প্রাচীন স্টার থিয়েটারের নাম অবশেষে বদলে যাচ্ছে। সন্দেশখালি থেকে সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টার থিয়েটারের নাম বদলে হচ্ছে বিনোদিনী থিয়েটার।

বাংলার নাট্যচর্চার অবিচ্ছেদ্য নাম নটি বিনোদিনী। তাঁর নামেই নামাঙ্কিত হতে চলেছে স্টার থিয়েটার। প্রথমে স্টার থিয়েটার ছিল বিডন স্ট্রিটে। সেখানে রাস্তা তৈরির সময় তা ইংরেজরা ভেঙে দেয়। পরে দ্বিতীয় স্টার থিয়েটার তৈরি হয় হাতিবাগানে। যা এখনও রয়েছে।

বিডন স্ট্রিটে স্টার থিয়েটার তৈরির জন্য আর্থিক সাহায্যের বন্দোবস্ত নটি বিনোদিনী করলেও হাতিবাগানের স্টার তৈরিতে তাঁর কোনও যোগদান ছিলনা। সেখানে তিনি কখনও অভিনয়ও করেননি।

তবে স্টার ও নটি বিনোদিনী নামটি যেভাবে একে অপরের সঙ্গে মিশে আছে, সেটাই এবার সম্মান পেল। স্টার থিয়েটারের নাম নতুন বছর থেকে আর স্টার থাকছে না, হয়ে যাচ্ছে বিনোদিনী থিয়েটার। সেকথা মুখ্যমন্ত্রী এদিন সন্দেশখালির মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন।

Share
Published by
News Desk

Recent Posts