Kolkata

মাথায় ৪টি সেলাই, রাতে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী

কপালে আঘাত। তাঁর ৪টি সেলাই পড়েছে বলে জানতে পারা গেছে। ব্যান্ডেজ বাঁধা অবস্থায় রাতে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Published by
News Desk

বৃহস্পতিবার সন্ধেয় তখন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি কপালে আঘাত পান। কপাল ফেটে যায়। রক্ত গড়াতে থাকে। রক্ত গড়িয়ে নাকের ধার দিয়ে ঠোঁট ঘেঁষে চিবুক পর্যন্ত পৌঁছে যায়। উত্তরবঙ্গে সভা সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তখন কালীঘাটের বাড়িতেই এসেছিলেন।

তাঁর গাড়িতেই দ্রুত মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় বাঙুর ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস-এ। সেখানে মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান সহ জরুরি পরীক্ষা করা হয়। তাঁর কপালে সেলাই করতে হয়।

সেখানে কপাল থেকে মাথায় জড়িয়ে ব্যান্ডেজ করে দেন চিকিৎসকেরা। তবে জানা যাচ্ছে রাতে হাসপাতালে থাকায় রাজি ছিলেননা মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে নিয়ে বেরিয়ে আসেন।

হুইল চেয়ারে কিছুটা আচ্ছন্ন অবস্থায় ছিলেন মুখ্যমন্ত্রী। গাড়িতে তোলার পর তাঁকে সোজা কালীঘাটের বাড়িতে নিয়ে আসা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রীর ৪টি সেলাই পড়েছে। তিনি যে ভাল আছেন সেকথাও জানান অভিষেক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত ঠিক কীভাবে লাগল তা পরিস্কার নয়। তিনি হাঁটতে গিয়ে পড়ে গেছেন, নাকি কোথাও ধাক্কা লেগে এমনটা হয়েছে, কিছুই পরিস্কার নয়।

এদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কংগ্রেস নেতা অধীর চৌধুরীও মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে পোস্ট করেন।

অনেক তৃণমূল নেতাই হাসপাতালে দ্রুত হাজির হন। সিপিএম নেতা মহম্মদ সেলিমও মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে পোস্ট করেন।

Share
Published by
News Desk

Recent Posts