Kolkata

ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বলা যায় সামনেই লোকসভা ভোট। ভোটের আগে এবার বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডের মঞ্চ থেকে এদিন ঘোষণাটি করেন মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিনেই চমক দিলেন তিনি। শনিবার ধর্নামঞ্চের সামনে থাকা ১০০ দিনের কাজের শ্রমিকদের জমায়েত ছিল। তাঁদের মুখ্যমন্ত্রী জানান, লড়াই চলবে।

তাঁরা যে এখনও বকেয়া মজুরি পাননি সে প্রসঙ্গে টেনে মমতা বলেন, কেন্দ্র ১০০ দিনের কাজের মজুরির টাকা দিচ্ছেনা। তবে কেন্দ্র না দিলেও নবান্নই এবার সেই টাকা মিটিয়ে দেবে।

তিনি বলেন, রাজ্য বাজেট সামনেই রয়েছে। সেই বাজেটেই পাশ করিয়ে নেওয়া হবে এই ব্যয় বরাদ্দ। তারপর ২১ ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের মজুরি না পাওয়া মানুষদের বকেয়া রাজ্যসরকার মিটিয়ে দেবে। তাঁদের ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে।

এর আগেই জানা গিয়েছিল রাজ্যে ১০০ দিনের কাজের মজুরি না পাওয়া শ্রমিকের সংখ্যা প্রায় ২১ লক্ষ। তাঁদের বকেয়া মজুরির মোট অঙ্ক সাড়ে ৭ হাজার কোটি টাকা। যা রাজ্য কোষাগার থেকে দিতে গেলে তা কোষাগারের জন্য চাপের হবে। তবে তিনি তা সত্ত্বেও তা করবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার কথা বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফের একটা মাস্টার স্ট্রোক দিলেন বলে মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। ভোটের মুখে এটা প্রচারেও সহযোগিতা করবে। যা ভোট ব্যাঙ্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts