ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
এটা কোনও বাধ্যতামূলক নির্দেশ নয়, কাউকে তিনি জোর করছেননা, তবে পারলে মাস্ক ব্যবহার করার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, করোনা নানাভাবে ছড়াতে পারে। কে যে রোগ বয়ে আনছেন, তারপর তা ছড়িয়ে পড়ছে তা বোঝা মুশকিল।
তাই ভিড় জায়গায় গেলে সকলকেই মাস্ক পরার অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে কোমর্বিডিটি যাঁদের আছে তাঁদের মাস্ক পরার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, নার্সিংহোমগুলি থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা বেড়েছে। সেখানে আইসিসিইউতে করোনা সংক্রমিত থাকলেও রোগীর চাপে তারা নার্সিংহোম পরিস্কার করে উঠতে পারছেনা।
ফলে সেখান থেকে ছড়ানোর সম্ভাবনা বাড়ছে। মুখ্যমন্ত্রী এও জানান সরকারি হাসপাতালে এই পরিস্কার নিয়মিত হচ্ছে। এজন্য নার্সিংহোমগুলিকে একটু সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন স্বাস্থ্য দফতরের প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে যাতে দ্রুত মোকাবিলা করা যায় সেজন্য আগাম তৈরির পরামর্শই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে করোনা সতর্কতার জন্য ব্যবসা বা অন্য কোনও কাজের কোনও ক্ষতি হবেনা বলে জানিয়েছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন করোনা ছড়ানো নিয়ে বেশি প্রচার তিনি চাইছেন না। তার দরকার নেই।
আতঙ্কিত হওয়ারও কোনও কারণ নেই। সকলকে কেবল অনুরোধ করেছেন পারলে যেন সকলে মাস্ক পরাটা চালু করেন। বিশেষত ভিড় রয়েছে এমন জায়গায়।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…