Kolkata

বিশ্বশান্তি বৈঠক, রোম থেকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হল বিশ্বশান্তি বৈঠকে যোগ দেওয়ার জন্য। আমন্ত্রণে সাড়া দিয়ে অক্টোবরে রোম যেতে পারেন মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

রোমের রাস্তায় উদাত্ত কণ্ঠে আগুনের পরশমণি গান গাইতে গাইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগেও হাঁটতে দেখা গেছে। এবার সেই রোম থেকেই এল আমন্ত্রণপত্র। বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।

আগামী ৬ ও ৭ অক্টোবর রোমে এই বৈঠক বসছে। সেখানেই হয়তো দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীকে। আমন্ত্রণপত্র কিন্তু ইতিমধ্যেই তাঁর কাছে এসে পৌঁছে গেছে।

কমিউনিটি অফ সন্ত’ইজিদিও সংগঠনের তরফে এই আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আমন্ত্রণপত্রটি লিখেছেন সংগঠনের প্রেসিডেন্ট মার্কো ইমপ্যাগলিয়াজো।

আমন্ত্রণপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনে দুরন্ত জয়ের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।

সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মার্কো ইমপ্যাগলিয়াজো। প্রসঙ্গত বিশ্বের দরিদ্র, বঞ্চিত মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করে চলেছে কমিউনিটি অফ সন্ত’ইজিদিও।

এই সংগঠনের যতজন স্বেচ্ছাসেবক রয়েছেন তাঁরা কেউই কাজের বিনিময়ে কোনও পারিশ্রমিক পান না। তাঁরা স্বেচ্ছায় ও স্বদিচ্ছায় কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই কাজ করে চলেছেন।

বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রিত পোপ ফ্রান্সিস, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সহ অনেক বিশিষ্টজন। থাকবেন ইতালির সর্বোচ্চ স্তরে থাকা রাজনৈতিক ব্যক্তিত্বরা।

অনেক ধর্মগুরুকেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০০ জন এই বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রিত থাকবেন। সেখানেই আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রীও।

Share
Published by
News Desk

Recent Posts