নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
কারও স্বাস্থ্য সাথী কার্ডের জন্য গতবারে আবেদন করার সুযোগ হয়নি। কোনও ছাত্র বা ছাত্রী রাজ্যের পড়ুয়াদের জন্য কার্ডের সুবিধা পেতে চাইছেন। কোনও মহিলা চাইছেন এদিন ঘোষণা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে মাসিক ভাতার সুবিধা পেতে।
আবার কারও হয়তো আধার কার্ড সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে। আবার কারও হয়তো ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত কোনও সমস্যা সমাধানের প্রয়োজন। এমন প্রয়োজন সহ সরকারি নানা সুবিধা পেতে ফের রাজ্যে চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দুয়ারে সরকার প্রকল্প ফের এ রাজ্যে চালু হচ্ছে ১৬ অগাস্ট থেকে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এই একমাসব্যাপী সময়কালে মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে ও সমস্যা সমাধান করতে হাজির হতে পারবেন এই কেন্দ্রগুলিতে।
এদিন সরকারি শিক্ষক শিক্ষিকাদের তাঁদের বাড়ির কাছের স্কুলে বা নিদেনপক্ষে জেলায় বদলি পেতে বিশেষ সুবিধা চালু করল রাজ্যসরকার।
দুয়ারে সরকার কবে চালু হবে তা নিয়ে প্রশ্ন ছিলই। এখন করোনা সংক্রমণ কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তার মধ্যেই যদি দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া বা সমস্যা সমাধান করার সুযোগ সাধারণ মানুষ পান তাহলে তাঁরা করোনা বাঁচিয়ে কেন্দ্রে পৌঁছনোর ভরসা পাবেন বলেই মনে করছে সকলে। অনেকেই অপেক্ষায় ছিলেন বিভিন্ন প্রকল্পে নিজেদের নথিভুক্ত করার জন্য। তাঁরাও এই সুবিধা ভোগ করতে পারবেন।