Kolkata

সাবধানে থাকুন, জানালা দিয়ে উঁকি নয়, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে বুধবার দুপুরেই। তবে যশ মোকাবিলায় রাজ্যসরকারও সব দিক থেকে তৈরি বলে এদিন আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী।

গত বছর আম্ফান ঝড় স্থলভাগে আছড়ে পড়ে কলকাতা, হাওড়া পার করে বয়ে যাওয়ার পর কন্ট্রোল রুমে বসে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়াই ছিল সব শেষ হয়ে গেল। সেই আক্ষেপ এবার যে তিনি পুনর্বার করতে নারাজ তা এবারের প্রশাসনিক তৎপরতা থেকেই স্পষ্ট।

যশ তৈরি হওয়ার খবর পাওয়ার পর থেকেই উঠে পড়ে প্রস্তুতি সেরেছে প্রশাসন। জেলা প্রশাসনগুলিকে প্রবল তৎপরতায় কাজ করতে দেখা গেছে।

সোমবার মুখ্যমন্ত্রী জানালেন যশ মোকাবিলায় ৪ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। রাজ্যের প্রায় ২০টি জেলায় যশ–এর প্রভাব পড়তে পারে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন মৎস্যজীবীরা যেন রাজ্যসরকারের পরামর্শ মেনে সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকেন। অনেকে কথা শোনেননি। তাঁদের তিনি সরকারি বার্তা শুনতে অনুরোধ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, সব ব্লকে এবার শুকনো খাবার, পানীয় জল থেকে শুরু করে অন্যান্য ত্রাণ সামগ্রি তৈরি রাখা হয়েছে। যাতে প্রয়োজন পড়লেই পাঠানো যায়। মঙ্গলবার থেকে ২ দিন নবান্ন ও উপান্ন থেকে টানা নজরদারি চালানো হবে।

এই সময় অনেক ক্ষেত্রে ডায়রিয়া, জ্বর, জলবাহিত রোগ হয়। তাই তার ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। সাপে কাটার ওষুধও তৈরি রাখা হয়েছে। এই সময় ভয় না পেয়ে মানুষকে ঝুঁকি না নিয়ে সাবধানে থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন, ঝড়ের সময় কেমন ঝড়-বৃষ্টি হচ্ছে তা দেখার জন্য জানালা খুলে উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন অনেকে। তা একেবারেই না করতে বলেন।

ঝড়ে টিনের অংশ, গাছের ডাল উড়ে আসে। তা থেকে বিপদ হতে পারে। ঝড়ের মধ্যে গাড়ি চালানো থেকেও দূরে থাকতে বলেন মুখ্যমন্ত্রী। ঝড়ের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সকলের কাছে একযোগে এগিয়ে আসার আবেদন জানান তিনি।

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

সিংহ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025