Kolkata

পুতুলের মত বসিয়ে রাখল, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফের সরব মমতা

করোনা নিয়ে বৈঠকে তাঁকে বলতেই দেওয়া হল না। কোনও মুখ্যমন্ত্রীকেই বলতে দেওয়া হল না। এভাবে মুখ্যমন্ত্রীদের অপমান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক নিয়ে সরব মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

করোনা পরিস্থিতি নিয়ে এদিন ৯টি রাজ্যের জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী সরাসরি বৈঠক নিয়ে ক্ষোভ উগরে দেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানালেও তাঁদের পুতুলের মত বসিয়ে রাখা হয়েছিল।

একজন মুখ্যমন্ত্রীর কাছেও কিছু জানতে চাওয়া হয়নি। এভাবে মুখ্যমন্ত্রীদের অপমান করেছেন প্রধানমন্ত্রী বলে দাবি করেন মমতা।

ক্ষুব্ধ মমতা এদিন বলেন, তাঁর প্রশ্ন করার ছিল। হাতে প্রশ্ন নিয়ে বসেছিলেন। কিন্তু তাঁদের কাছে কিছু জানতেই চাওয়া হলনা। বিজেপি শাসিত রাজ্যের জেলাশাসক সহ কয়েকজন জেলাশাসকের সঙ্গে কথা বলেই বৈঠক শেষ হয়।

প্রধানমন্ত্রী একটি বক্তব্য রাখেন। কিন্তু বক্তব্যের মানেই তিনি বুঝতে পারেননি বলে জানান মমতা। এই মুহুর্তে টিকার সমস্যা চলছে। অক্সিজেনের সমস্যা রয়েছে। ওষুধ পাওয়া যাচ্ছেনা ঠিকমত। রেমডিসিভির অপ্রতুল। এসব নানা দরকারি বিষয়ে তাঁর প্রশ্ন থাকলেও তাঁকে কথা বলতে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর এদিনের বৈঠককে অত্যন্ত ক্যাজুয়াল বৈঠক বলে ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে এদিনের বৈঠক সুপার ফ্লপ। গঙ্গায় মৃতদেহ ভাসা নিয়ে কেন প্রশ্ন করা হল না উত্তরপ্রদেশ সরকারকে সে প্রশ্নও এদিন তোলেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts