Categories: Kolkata

পাইপ লাইনে গ্যাস দেওয়ার ভাবনা মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬টি জেলায় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ চালু করতে উদ্যোগী হল রাজ্য সরকার। এদিন নবান্নে শিল্প বিষয়ক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হলে গ্যাসের খরচ কমবে। উপকৃত হবেন সাধারণ মানুষ। বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ তো আছেই, সেইসঙ্গে গাড়ি চালাতেও এই গ্যাস ব্যবহার করা হবে। হোটেলেও সরবরাহ হবে এই গ্যাসই। মুখ্যমন্ত্রী জানান, এলপিজি নয়, পাইপ লাইন দিয়ে গ্রিন গ্যাস সরবরাহ করা হবে। যা দামে কম। মাটির তলা দিয়ে পাইপ লাইন পেতে এই গ্যাস সরবরাহের পরিকাঠামো গড়া হবে। প্রকল্প রূপায়নে ৩ বছরের সময়সীমা ধার্য হয়েছে। গ্যাস সরবরাহের জন্য দ্রুত টেন্ডার ডাকা হবে বলেও জানিয়েছেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts