Kolkata

সিবিএসই পাঠক্রম থেকে বাদ নাগরিকত্ব, দেশভাগ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

করোনা আবহে সিবিএসই পাঠক্রম ৩০ শতাংশ কাটছাঁট করা হচ্ছে। যেসব বিষয় বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

কলকাতা : করোনার কারণে সিবিএসই পাঠক্রম কমানো হবে ৩০ শতাংশ। তা একদিন আগেই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন। সিলেবাস কমাতে গিয়ে সিবিএসই-এর একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ গেছে কয়েকটি বিষয়। যা নিয়ে ক্ষুব্ধ বিরোধীরা। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে ট্যুইট করে নিজের ক্ষোভ তুলে ধরেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন সিবিএসই সিলেবাস থেকে ধর্মনিরপেক্ষতা, নাগরিকত্ব, দেশভাগ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মত বিষয়গুলি বাদ দেওয়া হয়েছে। এতে তিনি হতভম্ব। করোনা সমস্যার নামে কেন্দ্র এসব করেছে বলে ক্ষোভ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী লেখেন, তাঁরা এর তীব্র প্রতিবাদ করছেন। কোনও অবস্থাতেই যেন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বাদ না দেওয়া হয় তা দেখতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক-এর কাছে অনুরোধ করেন তিনি।

বিষয়গুলি পাঠক্রম থেকে বাদ দেওয়ার মধ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন বিরোধী নেতারা। এভাবে বিষয়গুলি বেছে বেছে বাদ দেওয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা। রাষ্ট্রবাদী মতাদর্শ ছাত্রছাত্রীদের মধ্যে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর মধ্যে দিয়ে বলে অভিযোগ করেন তাঁরা।

Share
Published by
News Desk