Entertainment

করোনার মধ্যেও কীভাবে আউটডোর শ্যুটিং সম্ভব, দিশা দিলেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতির মধ্যে শ্যুটিং নিয়ে সমস্যা হচ্ছে। সোমবার আর্টিস্ট ফোরামের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by
News Desk

কলকাতা : করোনা প্যানডেমিক পরিস্থিতিতে ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী আউটডোরে শ্যুটিংয়ের অনুমতি নেই। তাই ইনডোর শ্যুটিংয়েই জোর দিতে হবে। তবে শহরের কিছু পার্ক ও লেক রয়েছে যেখানে সামাজিক দূরত্ববিধি মেনে শ্যুটিং করা যেতে পারে। সোমবার সিনেমা ও টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা জানান তিনি। ইমপা-কে শ্যুটিং নিয়ে কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-এর প্রতিনিধিদের জানান, এখন করোনার জন্য ইকো পার্ক বা রবীন্দ্র সরোবর বন্ধ রয়েছে সাধারণের জন্য। তাই ওই জায়গাগুলিতে শ্যুটিং তাঁরা করতে পারেন। এজন্য রাজ্য সরকারই ব্যবস্থা করে দিতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এই জায়গাগুলি কেবলমাত্র প্রাতঃভ্রমণকারীদের জন্য সীমিত সময়ের জন্য প্রতিদিন খোলা হচ্ছে। বাকি সময়টা বন্ধ থাকছে। এই পুরো সময় শ্যুটিং হতেই পারে এখানে।

মুখ্যমন্ত্রী সোমবার আর্টিস্ট ফোরাম-এর সদস্যদের সঙ্গে নবান্ন-এ বৈঠক করেন। আর্টিস্ট ফোরামের হয়ে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, জুন মালিয়া, কলাকুশলীদের সংগঠনের সদস্যরা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী এদিন রাজ্য সরকারের তরফে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। অভিনেতা ও কলাকুশলীদের তালিমের জন্য ভার্চুয়াল গ্রুমিং সেশন শুরুর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তাঁদের কাজের মধ্যে দিয়ে দর্শকদের করোনাকে ভয় না পাওয়ার জন্য বোঝাতেও বলেন তিনি।

Share
Published by
News Desk

Recent Posts