Kolkata

রাজ্যের মানুষ জুন ২০২১ পর্যন্ত ফ্রি রেশন পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রী এদিন ঘোষণা করেন কেন্দ্র নভেম্বরের শেষ পর্যন্ত ফ্রি রেশন দেবে। মুখ্যমন্ত্রী তারপরই ঘোষণা করেন এ রাজ্যে ২০২১ সালের জুন পর্যন্ত ফ্রি রেশন পাবেন রাজ্যবাসী।

Published by
News Desk

কলকাতা : পশ্চিমবঙ্গের মানুষ আগামী বছরের জুন মাস পর্যন্ত ফ্রি রেশন পাবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কেন্দ্রের তরফে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশনের ঘোষণার পরই এ রাজ্যের জন্য এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান এ রাজ্যের মাত্র ৬০ শতাংশ মানুষ কেন্দ্রের রেশন পেয়ে থাকেন। তিনি এটাকে ১০০ শতাংশ করার দাবি জানান। তিনি এও বলেন রাজ্য সরকার যে রেশন দেয় তার গুণগত মান কেন্দ্রের দেওয়া রেশনের চেয়ে অনেক ভাল।

প্রধানমন্ত্রী তাঁর গরীব কল্যাণ যোজনায় ফ্রি রেশন বিলির সময়সীমা বর্ধিত করার ঘোষণায় বিহারের ছট পুজোর কথা বলেছেন। নভেম্বর শেষ পর্যন্ত দেওয়া হবে কারণ ছট পুজোর শেষ পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন বিহারে বিধানসভা নির্বাচন নভেম্বরে হওয়ার কথা। সেখানে বিজেপি ক্ষমতাসীন জোটে রয়েছে। ফলে বিহারের ভোট এই ঘোষণায় একটা গুরুত্ব পেয়েছে।

একইভাবে বিশেষজ্ঞেরা মনে করছেন আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেকথা এদিন মুখ্যমন্ত্রী হয়তো মাথায় রেখেছিলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ফলে বিধানসভা নির্বাচনে তাদের প্রধান প্রতিপক্ষ এ রাজ্যে বিজেপিই হতে চলেছে। সেক্ষেত্রে এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পরই মুখ্যমন্ত্রীর ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা।

Share
Published by
News Desk

Recent Posts