Kolkata

বাংলা ছেড়ে যেতে চাইছেন না অন্য রাজ্যের শ্রমিকরা

পশ্চিমবঙ্গ ছেড়ে নিজেদের রাজ্যে ফিরতে চাইছেন না শ্রমিকরা। এদিন এমনই দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by
News Desk

কলকাতা : রেলের তরফে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করে বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়। তারপরই বহু শ্রমিক নিজের নিজের রাজ্যে ফিরেছেন। পশ্চিমবঙ্গ থেকেও ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বহু শ্রমিক রাজ্যে ফিরেছেন। ফিরে গেছেন বাড়িতে। এখনও ট্রেন আসছে শ্রমিকদের নিয়ে। আগামী ১০ জুন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে এ রাজ্যে ট্রেন আসবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত যত ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এ রাজ্য প্রবেশ করেছে তাতে করে ৯ থেকে সাড়ে ৯ লক্ষ শ্রমিক এ রাজ্যে ফিরেছেন। মুখ্যমন্ত্রী জানান, ১০ জুন পর্যন্ত সব ট্রেন এসে গেলে এ রাজ্যের প্রায় ১১ লক্ষ শ্রমিক বাইরের রাজ্য থেকে এ রাজ্যে ফিরে আসবেন। এ রাজ্যে যে সব পরিযায়ী শ্রমিকরা প্রবেশ করছেন তাঁদের পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন স্টেশনে।

মুখ্যমন্ত্রী এদিন ভিন রাজ্য থেকে শ্রমিক ফেরার পাশাপাশি জানান, এ রাজ্যেও অন্য রাজ্যের শ্রমিকরা কাজ করতে আসেন। তাঁরা কিন্তু কেউ নিজের রাজ্যে ফিরতে চাইছেন না। ওই শ্রমিকদের ফেরানোর জন্য কোনও কোনও রাজ্য ট্রেন পাঠালেও সে রাজ্যের শ্রমিকরা পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে চাননি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts