Kolkata

৮ জুন থেকে সব অফিস খোলা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আগামী ৮ জুন থেকে রাজ্যের সব সরকারি ও বেসরকারি অফিসে পুরোদমে কাজ শুরুর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী।

Published by
News Desk

কলকাতা : চতুর্থ দফার লকডাউন শেষের মুখে। দেশজুড়ে করোনা সংক্রমণ বাড়লেও সবকিছু এবার খুলে দেওয়ার পথে হাঁটার চেষ্টা করছে কেন্দ্র থেকে রাজ্য সরকারগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্নে বলেন, যখন পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেনগুলো গাদাগাদি অবস্থায় রাজ্যে আসছে, তখন এখানেও সবই খুলতে পারে। অভিযোগের সুরেই তিনি বলেন, শ্রমিক এক্সপ্রেসগুলোকে করোনা এক্সপ্রেস করে দেওয়া হয়েছে। কেন বেশি ট্রেনে আনা হল না সে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন ১ জুন থেকে সব চাবাগান, জুটমিলও খুলে দেওয়া হচ্ছে।

১ জুন থেকে সব ধর্মস্থানের দরজাও খুলে যাচ্ছে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন মন্দির, মসজিদ, গুরুদ্বার সবই খুলে দেওয়া হচ্ছে। ধর্মস্থানগুলির দরজা খুললেও সেখানে জমায়েতে নিষেধাজ্ঞা থাকছে। ১০ জনের বেশি কোনও ধর্মস্থানে প্রবেশ করা যাবে না। ভিড় করা যাবে না। কোনও অনুষ্ঠানও ধর্মস্থানে করা যাবে না। ধর্মস্থানে প্রবেশের আগে সকলকে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করে নিতে হবে।

এছাড়া আগামী ৮ জুন থেকে খুলে যাচ্ছে রাজ্য সরকারি থেকে বেসরকারি সব অফিস। সেখানে ১০০ শতাংশ কর্মী নিয়েই কাজ শুরু হবে। অন্যদিকে বাস নিয়ে কী হবে তা অনেকেরই জিজ্ঞাস্য। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন, বাসে ২০ জনের বেশি ওঠা যাবে না। বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেননা। আস্তে আস্তে সব দোকানও খুলে দেওয়ার রাস্তায় হাঁটছে রাজ্যসরকার। রাজ্যে স্কুল, কলেজ কবে খুলছে? এ প্রশ্নও রয়েছে। কারণ মে শেষ করে জুনে পা দিতে চলেছেন সকলে। রাজ্যসরকার অবশ্য স্কুল এখনই খুলছে না। স্কুলগুলি আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধই রাখা হচ্ছে।

Share
Published by
News Desk

Recent Posts