Kolkata

রাজ্যে একদিনে করোনায় কাবু আরও ২

রাজ্যে করোনা চিকিৎসার যথেষ্ট চিকিৎসা পরিকাঠামো রয়েছে

Published by
News Desk

পশ্চিমবঙ্গে বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিতের সংখ্যা আর ২ জন বাড়ল। নতুন করে আরও ২ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বুধবার একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানান, ২ জন বাড়ার ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ৭১ জন। এঁদের মধ্যে ১১টি পরিবারের ৬১ জন আক্রান্ত। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

মুখ্যমন্ত্রী এদিন জানান, রাজ্যে করোনা চিকিৎসার যথেষ্ট চিকিৎসা পরিকাঠামো রয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে। রাজ্যে করোনা মোকাবিলায় ৩টি টাস্ক ফোর্সও গঠিত হয়েছে। স্বাস্থ্য ও অর্থ বিষয়ে এই টাস্ক ফোর্স কাজ করবে।

পুরো অবস্থার ওপর নজর রাখা হয়েছে। যথেষ্ট বিধি না মানায় রাজ্যের ১১টি পরিবারের মধ্যে ৬১ জন সংক্রমিত হয়েছেন বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে ফুলের বাজারের ওপর লকডাউন শিথিল করা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ গত মঙ্গলবারই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ফুলের পাইকারি বিক্রেতারা বিক্রির চেষ্টাও করেন ফুল মান্ডিতে। কিন্তু ক্রেতা বিশেষ ছিলেন না। মনে করা হচ্ছে ফুলের বাজার স্বাভাবিক হতে আরও কিছুটা সময় নেবে।

এদিকে রাজ্যে সামনেই পরপর পুজো রয়েছে। নীল ষষ্ঠী, চড়ক পুজো বা চৈত্র সংক্রান্তি এবং বাংলার অন্যতম সেরা উৎসব পয়লা বৈশাখ। এবার পয়লা বৈশাখ পড়েছে লকডাউনের মধ্যেই। কিন্তু এই দিনগুলোয় ফুলের যথেষ্ট চাহিদা থাকে।

Share
Published by
News Desk

Recent Posts