Categories: State

উত্তর ২৪ পরগনার উন্নয়নে জোর মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

উত্তর ২৪ পরগনার উন্নয়নে ৪৫ হাজার কোটি টাকা দেবে রাজ্য সরকার। যার হাত ধরে জেলায় অনেক কর্মসংস্থান তৈরি হবে। শুক্রবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকের শেষে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় একটি টেক্সটাইল হাব বানানোর ওপরও জোর দেন তিনি। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা রক্ষায়ও বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শপিং মল থেকে সিনেমা হল, বাজার থেকে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। উত্তর ২৪ পরগনার একটা বড় অংশ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। সীমান্ত দিয়ে গরু পাচার থেকে অনুপ্রবেশ, চোরাচালান সব কিছুই বিভিন্ন সময়ে শিরোনামে উঠে এসেছে। যা ওই জেলা তো বটেই গোটা দেশের পক্ষেই ক্ষতিকর প্রমাণিত হতে পারে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধ করতে অবিলম্বে যাবতীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের এতদিনের কাজের তারিফ করেছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk