Kolkata

কাঁসর বাজিয়ে নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

সোম, মঙ্গল ও বুধবার রাস্তায় হেঁটে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আর পদযাত্রা না করলেও এদিন ছাত্র যুবদের নিয়ে রানি রাসমণি এভিনিউতে জমায়েত করল তৃণমূল। যেখানে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। এদিনও তিনি সাফ জানিয়ে দেন নাগরিকত্ব আইন ও এনআরসি এ রাজ্যে তিনি হতে দেবেন না। সারা দেশে সিএএ, এনআরসি-র বিরুদ্ধে যে প্রতিবাদের ঢেউ উঠেছে সেকথাও তিনি মনে করিয়ে দেন।

বুধবারই ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপর মিছিল হলে সেখানে শাঁখ, কাঁসর, ঘণ্টা যে যা পারবেন নিয়ে আসতে। তা বাজিয়ে প্রতিবাদে সামিল হতে। বৃহস্পতিবার নিজেই তিনি হাতে তুলে নিলেন কাঁসর। এরপর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান দিতে থাকেন। আর সেই স্লোগানের তালে তাল মিলিয়ে অন্যদের সঙ্গে কাঁসর বাজাতে থাকেন মুখ্যমন্ত্রী।

মঞ্চ থেকে এদিন ফের তিনি নাগরিকত্ব আইনকে বেআইনি বলে ব্যাখ্যা করেন। বলেন, যেখানে মানুষের সমর্থন নেই সেই আইন সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করালেও তা গ্রহণ করা করবেনা সাধারণ মানুষ। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলেই জানান তিনি।

Share
Published by
News Desk

Recent Posts