Kolkata

সোম ও মঙ্গলবার কলকাতার ২ প্রান্তে মিছিল করবেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়ে গেছে লোকসভা ও রাজ্যসভায়। বাকি ছিল রাষ্ট্রপতির স্বাক্ষর। সেটাও হয়ে গেছে এদিন। ফলে এই বিল আইনে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু নাগরিকত্ব বিল নিয়ে আগুন জ্বলছে অসমে। অশান্ত ত্রিপুরা ও উত্তরপূর্বের রাজ্যগুলি। গত বৃহস্পতিবার এ রাজ্যেও বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটে। এবার নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী নিজেই এদিন কর্মসূচি ঘোষণা করেছেন।

আগামী সোমবার ও মঙ্গলবার কলকাতায় ২টি মিছিলে অংশ নেবেন খোদ মুখ্যমন্ত্রী। সোমবার আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে। হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ কলকাতার যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হবে। তাতও হাঁটবেন মুখ্যমন্ত্রী। বুধবারও মিছিল হতে পারে। সেই মিছিলের কথা পরে জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, কলকাতায় মিছিলের পাশাপাশি আগামী রবিবার রাজ্যের সব জেলায় এনআরসি ও সিএবি-র বিরুদ্ধে মিছিল করবে তৃণমূল। মিছিল হবে শান্তিপূর্ণ। বিজেপি জানিয়ে দিয়েছে নাগরিকত্বের তালিকা দেশের সব প্রান্তের সঙ্গে পশ্চিমবঙ্গেও করা হবে। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি এ রাজ্যে তা হতে দেবেন না। ফলে সংঘাত স্পষ্ট।

Share
Published by
News Desk

Recent Posts