Categories: Kolkata

কর্মিসভায় বিরোধীদের তোপ মমতার

Published by
News Desk

নেতাজি ইন্ডোরের কর্মিসভায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম, কংগ্রেস, বিজেপি, কোনও দলই এদিন মমতার আক্রমণের হাত থেকে রেহাই পায়নি। মূল্যবৃদ্ধি ইস্যুতে বিধানসভায় কংগ্রেস ও বামেরা যে যৌথ প্রতিবাদের উদ্যোগে সুর চড়িয়েছে তার বিরুদ্ধে এদিন মুখ খোলেন মমতা। মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যে চেঁচামেচি না করে দিল্লিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কেন তারা হৈচৈ করছেন না তা জানতে চান তিনি। তাঁর মতে, কেন্দ্র ইচ্ছেমত পেট্রোল, ডিজেলের দাম বাড়াচ্ছে। বাড়ছে জিনিসপত্রের দাম। তবু দেশ জুড়ে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সে তুলনায় রাজ্যে জিনিসপত্রের দাম অনেকটাই কম বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। বিজেপির স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে মেক ইন ইন্ডিয়া, কোনও কিছুই এদিন মমতার তোপ থেকে রেহাই পায়নি।

Share
Published by
News Desk

Recent Posts