Kolkata

মুখ্যমন্ত্রীর পায়ে হাত আইপিএস আধিকারিকের, ভাইরাল ভিডিও

Published by
News Desk

ছবিটা বেশ কিছুদিন আগের। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা সফরে ছিলেন। সেই সময়ের একটি ভিডিও সামনে এনে হৈচৈ ফেলে দিয়েছে বিজেপি। যেখানে ছবিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী কেক খাইয়ে দিচ্ছেন। আর এক আইপিএস আধিকারিক তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। পুলিশের পোশাকে রয়েছেন তিনি। অর্থাৎ ইউনিফর্মেই প্রণাম করছেন ওই আধিকারিক। ভিডিওটিতে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকেও দেখা গেছে।

ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ওই ভিডিও নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটা কেমন ধরনের সিস্টেম ও গণতন্ত্র? এমন ঘটনার কড়া নিন্দাও করেন তিনি। বিজয়বর্গীয় দাবি করেছেন যে আইপিএস আধিকারিককে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেছে তিনি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের আইজি রাজীব মিশ্র।

ভিডিওটি ট্যুইট করেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ব্যারাকপুর আসন থেকে বিজেপির টিকিটে জয়ী অর্জুন সিং। সাংসদ অর্জুন সিংয়ের এই ট্যুইট রি-ট্যুইট করেছে বিজেপির বেঙ্গল ইউনিট। এটা পরিস্কার নয় যে ওই আধিকারিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। তবে এই ভিডিওকে ঘিরে ফের রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts