State

দলের নামে টাকা তুলবেন না, তৃণমূল কর্মীদের বললেন মমতা

Published by
News Desk

খবর পাওয়া গেছে যে কিছু তৃণমূল নেতা নির্বাচনের সময় দলের নামে টাকা তুলেছেন। তাঁরা মানুষকে বলেছেন এই টাকা তাঁদের কলকাতায় তৃণমূল সদর দফতরে পাঠাতে হবে। কিন্তু সত্যিটা হল তৃণমূল সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করেনা। মঙ্গলবার হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠকে একথা সাফ জানালেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, তিনি পরিস্কার বলছেন যে তাঁর দল সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় করেনা। কেউ যেন তাঁদের কাছ থেকে এভাবে টাকা আদায়ের চেষ্টা না করেন। আমজনতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, কোনও সরকারি কাজের জন্য কোনও সরকারি আধিকারিক বা পুলিশকে টাকা দেবেন না।

দলের কিছু লোক এভাবে টাকা আদায় করছে বলে এদিন পরিস্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারও নাম না করেই তিনি সেই সব দলীয় নেতা কর্মীদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন যে তৃণমূল নেতৃত্ব কিন্তু এভাবে টাকা আদায়কে সমর্থন করেনা। কাটমানি প্রসঙ্গের পর ফের এদিন দলের নামে টাকা না তোলার বার্তা দলীয় নেতা কর্মীদের কাছে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts