Kolkata

দক্ষ সাংসদ, সুদক্ষ আইনজীবী ছিলেন অরুণ জেটলি, বললেন মমতা

Published by
News Desk

অরুণ জেটলির প্রয়াণে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি লেখেন, ভারতীয় রাজনীতিতে অরুণ জেটলির অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন একজন দক্ষ সাংসদ, সুদক্ষ আইনজীবী। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অরুণ জেটলির পরিবারের প্রতিও সমবেদনা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। জানান, দল নির্বিশেষে সকলের কাছে কদর পেয়েছেন তিনি।

অরুণ জেটলির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে অন্যান্য দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করেছেন।

কংগ্রেসের তরফে কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়া গান্ধী একটি বিবৃতি প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের জীবনে অরুণ জেটলির অবদান সারাজীবনে স্মরণীয় হয়ে থাকবে। অরুণ জেটলিকে একজন দক্ষ সাংসদ হিসাবেও ব্যাখ্যা করেন সনিয়া গান্ধী।

এছাড়া কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডেলেও শোক প্রকাশ করা হয়। শোক প্রকাশ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল।

অরুণ জেটলির প্রয়াণে শোক ব্যক্ত করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি, ডিএমকে প্রধান স্ট্যালিন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, আম আদমি পার্টি সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লা সহ আরও অনেকে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক ব্যক্ত করে বলেন, ভারতীয় অর্থনীতিকে জেটলি বিশ্বের সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়া অর্থনীতিতে পর্যবসিত করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Arun Jaitley

Recent Posts