Kolkata

কাটমানির পাল্টা ব্ল্যাক মানি, ইভিএম নয় ব্যালট, ২১শে সোচ্চার মমতা

লোকসভা ভোটের ধাক্কা, কাটমানি ফেরতের দাবিতে ছড়িয়ে পড়া আন্দোলন। এসবের পর রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের বার্ষিক সভা হয়ে ওঠা ২১শে জুলাইয়ের শহিদ স্মরণ। যেখান থেকে দলের কর্মীদের একটা আন্দোলনের রূপরেখা, তাঁদের কর্মসূচির ক্যালেন্ডার দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই এই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন সেদিকে চেয়েছিলেন দলীয় কর্মীরা। এমনকি বিরোধীরাও নজর রাখছিলেন এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে।

লোকসভায় বিজেপির কাছে বড় ধাক্কার পর এদিন কিন্তু রাজ্যে লোকসভায় বিজেপির উত্থানকে কারচুপি বলেই চিহ্নিত করেছেন মমতা। ইভিএম কারচুপি, টাকা ছড়ানো থেকে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় পুলিশকে কাজে লাগিয়ে ভোট দখল করেছে বিজেপি বলে দাবি করেন তিনি। মমতার দাবি, ইভিএমে ভোট কারচুপি হয়েছে। এটা সম্ভব। ব্যালট হলে তা হত না। বিশ্বের বিভিন্ন দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপানের মত দেশেও ভোটে ইভিএম ব্যবহার হয়না বলে উদাহরণ টেনে মমতা বলেন ওখানে ইভিএমে ভোট হয়না কারণ ইভিএম মেশিনে কারচুপি সম্ভব। তিনি এদিন জানান, পৌর নির্বাচনে ব্যালট ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে বলবেন তিনি। দেশ জুড়েই সব ধরনের ভোটে ইভিএম তুলে দিয়ে ব্যালটে ভোট করার দাবি করেন তৃণমূল নেত্রী।

মমতা এদিন বলেন, এতকিছু করেও বিজেপি বেশ কিছু লোকসভা আসনে সামান্য ভোটের ব্যবধানে জিতেছে। আর তাতেই তারা চিৎকার করতে শুরু করেছে। তৃণমূলের পার্টি অফিস দখল করছে। তাঁর হুমকি, তৃণমূল পাল্টা দিলে কী হবে? মমতার অভিযোগ ২১শে জুলাইয়ের সভায় আসতে গিয়ে তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছেন। ট্রেনও বন্ধ করা হয়। যাতে সকলে না আসতে পারেন। তিনি এদিন কটাক্ষের সুরেই বলেন, এখানে অনেক বিজেপি নেতাকে দেখছেন যাঁদের কদিন আগেও কেউ চিনত না। ২ বছর আগেও তাঁদের নাম কেউ জানত না। এঁদের বাইরের নেতা বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি নেতাদের ল্যাটামাছ, কুচোচিংড়ি বলেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা।

কাটমানি ফেরতের কথা মমতাই বলেছিলেন দলীয় কর্মীদের। সেটাই এখন রাজ্যে বিজেপির আন্দোলনের দিশা হয়ে উঠেছে। অন্যদিকে বিভিন্ন জেলায় তৃণমূল নেতা কর্মীরা কাটমানি নিয়ে চাপে পড়েছেন। অনেক নেতা কর্মী তাঁদের আমজনতা থেকে বিজেপির চাপের মুখে পড়ার জন্য খোদ দলনেত্রীর কাটমানি ফেরতের বার্তাকে দায়ী করছিলেন। এদিন দলীয় নেতা কর্মীদের এই অবস্থা থেকে বার করে আনতে পাল্টা দাওয়াইয়ের রাস্তার হদিস দিলেন মমতা।

দলীয় কর্মীদের এদিন তিনি বলেন, বিজেপিকে পাল্টা ব্ল্যাক মানি ফেরতের জন্য চাপ দিতে। আন্দোলন গড়ে তুলতে। যে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা খোদ প্রধানমন্ত্রী ২০১৪ সালে বলেছিলেন সেই টাকা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলতে। সেই টাকা ফেরত চাইতে। নোটবন্দিতেও বিজেপি টাকা নিয়েছে বলে দাবি করে মমতা বলেন, নোটবন্দির টাকাও ফেরত চান বিজেপি নেতাকর্মীদের কাছে।

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025