Kolkata

নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে যাবেন না, ট্যুইটে জানালেন মমতা

Published by
News Desk

ঠিক ছিল তিনি দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণে হাজির থাকবেন। আমন্ত্রণ রক্ষা করে প্রোটোকল মেনেই তিনি সেখানে হাজির হবেন। কিন্তু বুধবার ট্যুইট করে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে জানিয়েছেন, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু শেষ এক ঘণ্টায় বিভিন্ন সংবাদমাধ্যমে বিজেপি প্রচার করতে শুরু করেছে যে রাজনৈতিক হিংসায় এ রাজ্যে বিজেপির ৫৪ জনের মৃত্যু হয়েছে। মমতার দাবি, এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত। কয়েকজন মারা গেছেন ঠিকই কিন্তু তাঁদের কারও মৃত্যু রাজনৈতিক হিংসায় হয়নি। ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ, বা অন্য কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। এ রাজ্যে কোনও রাজনৈতিক হত্যা হয়নি বলেও দাবি করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ট্যুইট, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @MamataOfficial

ট্যুইটে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে লেখেন এগুলি তাঁকে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়া থেকে সরে থাকতে বাধ্য করছে। মমতা লেখেন, শপথ গ্রহণ অনুষ্ঠান গণতন্ত্রের একটি মহান অনুষ্ঠান। এমন কোনও অনুষ্ঠান নয়, যাকে কোনও রাজনৈতিক দল নিচু করতে পারে। রাজনৈতিক নম্বর বাড়াতে কাজে লাগাতে পারে। এরপর তাঁর পক্ষে ওই অনুষ্ঠানে হাজির থাকা সম্ভব হচ্ছেনা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। তা তখন গ্রহণও করেছিলেন তিনি। মমতার পাশাপাশি রাজ্যে বিজেপি রাজনৈতিক সংঘর্ষে তাদের দলের নিহতদের পরিবারকেও আমন্ত্রণ জানায়। দাবি করে রাজনৈতিক হিংসায় তাদের ৫৪ জন কর্মী এ রাজ্যে খুন হয়েছেন। তাঁদের পরিবারের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হওয়ার আমন্ত্রণ পাঠানো হয়।

Share
Published by
News Desk

Recent Posts