ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে রাজ্যজুড়ে পথ দুর্ঘটনা ১৪ শতাংশ কমেছে। যারমধ্যে কলকাতায় কমেছে ১২ শতাংশ হারে। আর বাকি রাজ্যে ১৪ শতাংশ হারে। সোমবার ট্যুইট করে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, তাঁর সরকার সাফল্যের সঙ্গে রাজ্যে পথ দুর্ঘটনা অনেকটা কমাতে সমর্থ হয়েছে।
সোমবার থেকে চালু হল ন্যাশনাল সেফটি উইক। ৪৮ তম ন্যাশনাল সেফটি উইকে তাঁর সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের মধ্যে দিয়ে রাজ্যজুড়ে কার্যকরী ও সাফল্যের সঙ্গে পথ দুর্ঘটনা কমাতে পেরেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মার্চ ৪ থেকে শুরু হওয়া ন্যাশনাল সেফটি উইক চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। এই সময়ে পথ নিরাপত্তা নিয়ে নানাভাবে প্রচারও চলবে। সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলার চেষ্টা হবে। ন্যাশনাল সেফটি উইকের এবারের থিম দেশকে গড়ে তুলতে সুরক্ষার সংস্কৃতিকে আরও উন্নত করা ও তা বজায় রাখা।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)