Kolkata

রাজীব কুমার কখনও ধর্নায় অংশ নেননি, জানালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

কলকাতার পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নায় অংশ নিয়েছিলেন বলে দাবি করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিন সন্ধেয় চন্দ্রবাবু নাইডুকে পাশে নিয়ে ধর্না প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি সেই চিঠির কথা উত্থাপন করে মুখ্যমন্ত্রী জানান এটা সর্বৈব মিথ্যা যে রাজীব কুমার ধর্না মঞ্চে ধর্নায় অংশ নিয়েছিলেন। তিনি কোনও ধর্নায় অংশ নেননি। তিনি এসেছিলেন ঠিকই, তবে তা মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে, যা তাঁর ডিউটি। মুখ্যমন্ত্রী এদিন বলেন, সাধারণ মানুষ থেকে মুখ্যমন্ত্রী। সকলকে সুরক্ষা দেওয়া পুলিশের কাজ। সেই কাজি তিনি করছিলেন। ধর্নায় অংশ নেননি।

এদিন মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির উত্তর রাজ্য সরকার দিয়ে দেবে। বিষয়টিকে কোনও গুরুত্ব দিতেই যে তিনি নারাজ তা এদিন পরিস্কার করে দেন মুখ্যমন্ত্রী।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও বলেন, তিনিও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। যে কোনও জায়গায় তাঁর সঙ্গেও দেখা করতে পুলিশ আধিকারিকরা আসেন। আইনশৃঙ্খলা রাজ্যের দায়িত্ব। মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়া পুলিশের কাজ। এভাবেই রাজীব কুমারের ধর্না মঞ্চে আসা নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান তিনি।

Share
Published by
News Desk

Recent Posts