ফাইল : মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি - আইএএনএস
কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটকে দেখনদারির বাজেট বলে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাজেট থেকে দেশের অর্থনৈতিক অবস্থা পরিস্কার হলনা। কেবল একটা মেয়াদ পার করা বাজেট পেশ করা হল। তিনি ফের এদিন বলেন, নোটবন্দি ও জিএসটি-র পর দেশে একটি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়েছে। যা এখনও বজায় রয়েছে।
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, দেশের কোথাও কোনও উন্নয়ন হয়নি। কেবল বিদায়ের আগে মানুষকে প্রতারণা করার চেষ্টা হয়েছে এই বাজেটে। কড়া ভাষায় এই বাজেটের সমালোচনা করেন তিনি।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁর পাশে বসা রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রও একের পর এক বিষয়কে সামনে এনে বাজেটের সমালোচনা করেন।