Kolkata

বিজেপি কী ভয় পেয়েছে, নাকি তারা বেপরোয়া, প্রশ্ন মমতার

Published by
News Desk

বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে বিরোধীদের হয়রান করে চলেছে বিজেপি। সে দেশের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত হোক বা উত্তর থেকে দক্ষিণ প্রান্ত। সর্বত্রই বিজেপি তাদের বিরোধীদের ভয় দেখানোর কাজ চালিয়ে যাচ্ছে। তার মানে কী বিজেপি ভয় পেয়েছে? নাকি তারা বেপরোয়া? শুক্রবার ট্যুইট করে এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা-র বিরুদ্ধে জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছে সিবিআই। তারপরই এদিন মমতা ক্ষোভ উগরে দেন। ট্যুইটে মমতা সাফ দাবি করেছেন, বিজেপি যা করছে তা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। অখিলেশ যাদব থেকে বোন মায়াবতী, কেউ বাদ যাচ্ছেন না।

সিবিআইকে লক্ষ্য করে মমতার কটাক্ষ, মাথাহীন একটি সংস্থা এখন মেরুদণ্ডহীন বিজেপিতে পরিণত হয়েছে। প্রসঙ্গত ভূপিন্দর সিং হুডা-র বিরুদ্ধে জমি বণ্টনে দুর্নীতির অভিযোগে দিল্লি, পঞ্জাব ও হরিয়ানার ২০টি জায়গায় হানা দেয় সিবিআই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts