Kolkata

অধ্যাপকদের অবসরের বয়স বাড়ালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

তিনি মনে করেননা যে কেউ ৬০ বছর পার করলে আর কর্মক্ষম থাকেননা। তাই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাঁরা অধ্যাপনার সঙ্গে যুক্ত তাঁদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হল। সোমবার নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উপাচার্যদের বয়ঃসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৭০ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্বভাবতই এই ঘোষণায় খুশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধীর নামে ২টি বিশেষ চেয়ার থাকবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিভাগগুলির উন্নয়নের জন্য কোনও জমির দরকার হলে সরকার সেক্ষেত্রে তাদের সাহায্য করবে বলেও এদিন আশ্বস্ত করেন তিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk

Recent Posts