State

২০১৯-এ ঝাড়খণ্ড, ওড়িশা, অসম থেকে ভোটে লড়বে তৃণমূল, জানালেন মমতা

Published by
News Desk

২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সীমান্তবর্তী জেলা ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে বেশ কিছু কেন্দ্রে প্রার্থী দেবে তারা। এজন্য পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রামকে তৈরি থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পুরুলিয়ার বলরামপুরের জনসভা থেকে একথা জানান তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি সীমান্তবর্তী রাজ্যগুলি থেকে ভাল পরিমাণ আসন হারাবে।

মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, ২০১৯ লোকসভা নির্বাচনে অসমেরও অনেক আসনে প্রার্থী দেবে তাঁর দল। প্রসঙ্গত অসমে নাগরিক পঞ্জীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রীতিমত সরব। ফলে সেখানে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে। হয়ত সেকথা মাথায় রেখেই অসমের বিভিন্ন আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে পরিস্কার, ২০১৯ লোকসভা নির্বাচনে কম করে পশ্চিমবঙ্গ সহ ৪টি রাজ্য থেকে লড়তে চলেছে তৃণমূল।

Share
Published by
News Desk