Categories: Kolkata

জেলার উন্নয়নকে পাখির চোখ করলেন মমতা

Published by
News Desk

উন্নয়ন খাতে খরচে দেশের মধ্যে বাংলাই সেরা। বাজেট বরাদ্দের চেয়েও রাজ্যের উন্নয়ন বাবদ খরচ হয়েছে বেশি টাকা। আর তা হয়েছে দেনার বিশাল বোঝা সত্ত্বেও। দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকে এদিন এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টাউন হলের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ও প্রশাসনিক কর্তারা। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান, জেলায় জেলায় উন্নয়ন ও বকেয়া কাজ বিশেষ করায় জোর দেবেন তিনি। জেলা সফরের মধ্যে দিয়ে খতিয়ে দেখবেন জেলায় জেলায় উন্নয়নের কাজের গতিপ্রকৃতি। এছাড়া রাজ্যের পরিবহণ ব্যবস্থার আরও উন্নয়নে এদিন জোর দেন মুখ্যমন্ত্রী। টোটোর সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িত। তাই এ নিয়ে কী করা যায় তা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গড়েছেন মমতা। কমিটিতে রয়েছেন রাজ্যের চার মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী ও অরূপ বিশ্বাস। এছাড়াও বৈঠকে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পে আধার কার্ডকে বাধ্যতামূলক করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন।

Share
Published by
News Desk

Recent Posts