Kolkata

অল্প কাজ বাকি, উদ্বোধনের দোরগোড়ায় বিশ্ব বাংলা গেট

Published by
News Desk

নিউটাউনের বিশ্ব বাংলা গেট। ইতিমধ্যেই বিভিন্ন ছবিতে তার চেহারা মানুষের জানা হয়ে গিয়েছে। তবে এখনও তা সম্পূর্ণ হয়নি। ফলে তার উদ্বোধন বাকি। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। শহরের এক অন্যতম স্মারক হতে চলেছে এই গেট। এদিন বিশ্ব বাংলা গেটের চূড়ান্ত প্রস্তুতির পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ও বিধাননগর কমিশনারেটের কমিশনার জ্ঞানবন্ত সিং।

পুরো কাজ ঘুরে দেখার পর ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁর আসা। এখানে একটি লিফট রয়েছে। তার লাগোয়া একটি শেড তৈরি করতে হবে। এছাড়া একটি পার্কিং লটও তৈরির প্রয়োজন রয়েছে। যেগুলি তৈরি করতে দিন দশেক লাগবে। তারপরই সম্পূর্ণ হয়ে যাবে বিশ্ব বাংলা গেট। এরপর মুখ্যমন্ত্রী তাঁর সময় সুযোগমত এই গেটের উদ্বোধন করবেন।

Share
Published by
News Desk

Recent Posts