Kolkata

প্রতিবাদে ট্যুইটার প্রোফাইল ইমেজ কালো করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

অসমে ৫ বাঙালিকে হত্যার প্রতিবাদ করে নিজের ট্যুইটার প্রোফাইল ইমেজ কালো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে শুক্রবার এই গণহত্যার প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল বার করা হবে, তাও ট্যুইট করে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এদিন তৃণমূলের তরফে জেলায় জেলায় ধিক্কার মিছিল হয়। ট্যুইটে মুখ্যমন্ত্রী ৫ বাঙালিকে হত্যার ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর শোক ব্যক্ত করেন। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

গণহত্যার প্রতিবাদে কলকাতায় মিছিলের পুরোভাগে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়রা। অন্যদিকে জেলায় জেলায় প্রতিবাদ মিছিলে সেই জেলার তৃণমূল নেতারা অংশ নেন।

Share
Published by
News Desk

Recent Posts