Kolkata

দুর্গাপুজোর অ্যালবামে ৭টি গান লিখলেন মুখ্যমন্ত্রী, দিলেন সুরও

Published by
News Desk

তাঁর দুর্গাপুজো অ্যালবাম রৌদ্রছায়া-তে ৭টি গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকটি গানে সুরও দিয়েছেন তিনি। গানগুলি গেয়েছেন প্রথিতযশা শিল্পীরা। যারমধ্যে রয়েছেন রূপঙ্কর, লোপামুদ্রা, ইন্দ্রনীল। রৌদ্রছায়া নিয়ে তিনি নিজেও বেশ উত্তেজিত। ট্যুইট করে নিজের এই সৃষ্টির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিজের লেখা গানগুলিতে সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোয় গানের অ্যালবাম নতুন নয়। এবার সেই পুজোর গানের অ্যালবাম জগতে জায়গা করে নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রৌদ্রছায়া।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk