National

১০ কোটি টাকা সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

কেরালার ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে একথা জানান। পাশাপাশি জানান, কেরালার ভাই বোনেদের জন্য প্রার্থনা করছে পশ্চিমবঙ্গ। যেন তাঁরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। বন্যার সঙ্গে লড়াই করার শক্তি তাঁদের যেন ঈশ্বর দেন। কেরালার বন্যায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকার তাদের তরফ থেকে কেরালার ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য পাঠিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার কেরালার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ৫০০ কোটি টাকা কেরালার বন্যা ত্রাণে বরাদ্দও করেছেন তিনি। যদিও কেরালা সরকার জানাচ্ছে কেরালাকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এখন কমপক্ষে ২ হাজার কোটি টাকা দরকার।

Share
Published by
News Desk