Kolkata

লোকসভায় ৪২-এ ৪২! টার্গেট মমতার

Published by
News Desk

লোকসভা নির্বাচন আগামী বছর। তার আগে এটাই ছিল তৃণমূলের শেষ ২১শে জুলাইয়ের স্মরণ সভা। এবার আবার ২৫ বছর পূর্ণ করল ২১শে জুলাইয়ের ঘটনা। এদিন বৃষ্টি ভেজা সভামঞ্চে দুপুর ১টা বাজতে ১০ মিনিট আগে হাজির হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মঞ্চে উপস্থিত দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তখন মঞ্চে গান গেয়ে চলেছেন নচিকেতা। গান শেষ হতেই মাইক হাতে নেন তৃণমূলনেত্রী।

বক্তব্য শুরুর পর তিনি লক্ষ লক্ষ কর্মী সমর্থককে জানান এবার ২৫ বছরে পা দিল ২১শে জুলাই। সেই দিনটিকে সামনে রেখে তাঁদের অঙ্গিকার আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৪২টিই দখল করবে তৃণমূল। আর সেই ৪২টি আসনই দখল হবে মানুষের ভোটে। তিনি স্লোগানের সুরেই জানান, এবার ২৫ বছরের অঙ্গিকার ৪২-এ ৪২।

Share
Published by
News Desk

Recent Posts