Kolkata

ফের শিক্ষা প্রতিষ্ঠানে মুখ্যমন্ত্রী, কথা বললেন অভিভাবকদের সঙ্গে

Published by
News Desk

সপ্তাহের শুরুতে নবান্ন যাওয়ার পথে আচমকা আশুতোষ কলেজে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি নিয়ে ভূরিভূরি অভিযোগের কথা মাথায় রেখে কথা বলেছিলেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে। কথা বলেছিলেন কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও। এখনও যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি চিন্তিত তা শুক্রবার সকালে আরও একবার প্রমাণ হল। এদিন নবান্ন যাওয়ার পথে আচমকাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসের সামনে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন তিনি।

তখন ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের কাউন্সিলিং চলছে। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁদের অভিভাবকরা। মুখ্যমন্ত্রী অভিভাবকদের সঙ্গেই কথা বলেন। জানতে চান তাঁদের ভর্তি সংক্রান্ত কোনও অভিযোগ আছে কিনা। মিনিট দুয়েক সেখানে থাকেন তিনি। তারপর বেরিয়ে যান। অভিভাবকদের জানিয়ে যান কোনও অভিযোগ থাকলে তাঁরা যেন তাঁকে জানান। মুখ্যমন্ত্রী নিজে এসে এমন আশ্বাস দেওয়ায় বেজায় খুশি অভিভাবকরা।

Share
Published by
News Desk

Recent Posts