Kolkata

সরকারি খরচ কমাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Published by
News Desk

খরচ বাড়ছে সরকারের। নানা খাতে খরচ বেড়েছে। তাই এবার অপচয় রুখতে ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন জনসেবায় কোনও খামতি না রেখে সরকারি খরচ কমাতে কমিটি গঠন করা হয়েছে।

মুখ্যসচিবের নেতৃত্বে সেই কমিটি সবদিক খতিয়ে দেখে সরকারি ব্যয় কম করার নির্দিষ্ট রূপরেখা তৈরি করবে। খরচ কম করতে সরকারি আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

খরচ কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের পর খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। সরকারি খরচেই সেই ব্যবস্থা হয়। এদিন সেই মেনুতেও কাটছাঁট অনেকের নজর কেড়েছে। মাংস বাদ পড়েছে। মাছ বলে কেবল রুইয়ের একটি মাত্র পদ। আর ভাত, ডাল, পনির।

সরকারি খরচে লাগাম দিয়ে রাজ্যের জনস্বার্থ মূলক কাজে তিনি খরচ করতে চান বলে এদিন মন্ত্রী, আমলাদের পরিস্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts