State

রামনবমীতে অস্ত্র মিছিল নয়, বিকেল ৪টের পর মিছিল, জানালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

রামনবমীতে অস্ত্র মিছিল করা যাবেনা। যারা পরম্পরাগতভাবে এই রামনবমী পালন করেন, মিছিল করেন, তাঁরা করতে পারবেন। তাঁদের অনুমতি দেওয়া হবে। কিন্তু নতুন করে কেউ অনুমতি চাইতে এলে দেবেননা। পুলিশ প্রশাসনকে একথা বোলপুরের প্রশাসনিক সভা থেকে পরিস্কার করে দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে পরিস্কার নির্দেশ দিলেন কোনওভাবেই যেন নতুন কোনও মিছিলকে অনুমতি না দেওয়া হয়।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এখন পরীক্ষা চলছে। তাই বিকেল ৪টের পরই যেন রামনবমীর মিছিল করার অনুমতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আরও একবার বলেন, রামনবমীর নামে কোনও গুণ্ডামি তাঁর প্রশাসন সহ্য করবে না। কোনও অস্ত্র মিছিল নয়।

Share
Published by
News Desk

Recent Posts